আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করেছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী। সকালে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। এসময় তিনি বলেন, সারাদেশে শেখ হাসিনা অসংখ্য শ্রমিক খুন করেছে।২০২৪ সালের জুলাই আগস্টে চট্টগ্রামে শ্রমিক ওমর ফারুককে হত্যা করা হয়েছে। নির্বিচারে গুলি করে তার পরিবারকে নিঃস্ব করে দেয়া হয়েছে। এভাবে অসংখ্য শ্রমিককে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম থেকে সে তালিকা প্রস্তুত করা হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচার করা হবে বলেও জানান তিনি। এসময় তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শ্রমিক অংশ গ্রহণ করে শহীদ হয়েছে তাদের বিশেষ মর্যাদা দিতে হবে।
সমাবেশ থেকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো, বন্ধ পাটকলসহ সব কলে-কারখানা চালু করা, জাতীয়ভাবে নূন্যতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন, পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, পরিবহণ সেক্টরে চাঁদাবাজি বন্ধ ও শ্রমিকদের উপর প্রশাসনের হয়রানি বন্ধ করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া আওয়ামী লীগের শ্রমিক সংগঠন শ্রমিক লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান তারা। বিগত সময়ে বিভিন্ন শ্রমিক সংগঠন মেহনতী শ্রমিকদের ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, শ্রমিক নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলেও দাবি করেন জামায়াত নেতারা। এদিকে দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও
শ্রম অধিদফতর চট্টগ্রামের উদ্যােগে নগরীর ওয়াসা মোড় হতে র্যালী বের হয়। র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ফরিদা খানম সভাপতিত্ব করেন। যুগ্ম শ্রম পরিচালক মোঃ গিয়াসউদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।