রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, সরকারকে সময় দেয়ার পক্ষে এনসিপি বাংলাদেশ-পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠকে কী পেলো ঢাকা? কালিয়াাকৈরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে কারখানা শ্রমিকের আত্নহত্যা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিশাল র‌্যালি কালিয়াকৈরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন টিকটকার কালিয়াকৈরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত  নতুন রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন কালিয়াকৈরে বিএনপির বৈশাখী শোভাযাএা অনুষ্ঠিত 

আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত (এমডি পদে) করা হলে, পরের মাস থেকে ক্ষতিগ্রস্তরা তাদের টাকা ফেরত পাবে বলে মন্তব্য করেছেন ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

 

রফিকুল আমীন বলেন, ‘ডেসটিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকেই দিতে হবে, রফিকুল আমীনকে যদি ফেরত দিতে হয়, রফিকুল আমীনকে আগের বোর্ডে নিয়ে আসতে হবে। এমডির পজিশনে বসাতে হবে। ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেয়া এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এক মাস পর থেকে আমি টাকা দেয়া শুরু করব।’

 

 
তবে কীভাবে টাকা দেবেন, তা ব্যাখ্যা করেননি রফিকুল আমীন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে যখন সাজা শোনানো হয়, আমি তার আগে বলেছি, মাননীয় আদালত আমাকে যে সাজাই দেন, আমাকে পরিচালনা পরিষদে থাকার ব্যবস্থা করেন। আমাকে হুকুম দিয়ে দেন, আমি যাতে টাকাটা ফেরত দিই। আদালত আমাকে হুকুম দেননি, কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পরিষদে রাখতে হবে। আমাকে পরিচালনা পরিষদ থেকে সরিয়ে দিয়ে সেখানে ১৭ জন এসেছে। সেখানে চারজন আছে বিগত সরকারের দেয়া।’
 
কারাগার থেকে বের হওয়ার পরে বর্তমান ব্যবস্থাপনা বোর্ড ডেসটিনির পরিচালনা বোর্ডে ঢুকতে দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে বোর্ডে নেয়া হচ্ছে না। বিদেশে পলাতক তিনজন পরিচালক আছেন, তারাই এই ষড়যন্ত্র করছেন। তারা সব টাকাপয়সা নিয়ে দেশ ছেড়েছেন।’
 
উল্লেখ্য, ডেসটিনি ২০০০ লিমিটেড ২০০১ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং প্রথম এক দশক সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করে। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে পরবর্তী এক দশক ধরে তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। এক সময় দেশজুড়ে কোম্পানিটির প্রায় ৪৫ লাখ গ্রাহক ছিল।
 
মূলত ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নিয়ে আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীনসহ ডেসটিনির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর কলাবাগান থানায় দুটি পৃথক মামলা দায়ের করে। এই দুটি মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রফিকুল আমীন এই মামলাগুলোতে দোষী সাব্যস্ত হন এবং কারাভোগ করেন।
 
প্রসঙ্গত, ২০২২ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডেসটিনি ২০০০-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category