বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোদি–ইউনূস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনাধীন: জয়শঙ্কর সংবিধানে একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয়: বিএনপি হাসনাতের বক্তব্য ‘হাস্যকর, অপরিপক্ক গল্পের সম্ভার ও রাজনৈতিক স্টান্টবাজি’: সেনাসদর আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জানা গেল খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাব্য সময় গার্মেন্টস গ্রুপ বন্ধ সংশ্লিষ্ট অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব শ্রীপুরে সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: সিইসি দেশের ৭৪ উপজেলাকে দুর্গম ঘোষণা করলো নির্বাচন কমিশন আবরার হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল

আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সাভার গলফ ক্লাব মিলনায়তনে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি ও উপদেষ্টাদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফ ও সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন সহ নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।

এরপর মুফতি জহিরুল ইসলাম এর কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।

আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফ, সাধারন সম্পাদক আল-মামুন, সিনিয়র সহ-সভাপতি আঃ রশিদ পলান, সহ-সভাপতি এড. শফিক দেওয়ান, মোস্তাফিজুর রহমান লিটন, ডা: মেহেদী হাসান আজাদ,মো: আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল আবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু দেওয়ান, রাসেল আহমেদ, মো: মাহাফুজ আলম, জাহিদুল ইসলাম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক জাকারিয়া হাবিব রাসেল, মো: শরিফুল ইসলাম শিশির, মো: জসিম উদ্দিন ভূঁইয়া, অর্থ সম্পাদক সেলিম হোসেন,সহ-অর্থ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ হোসেন, সহ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, সহ-আইন বিষয় সম্পাদক এড. আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক ওমর ফারুক, স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ মাসুদ রানা, ধর্ম বিষয় সম্পাদক জালাল সরকার, তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক লিয়াকত আলী সরকার, সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো সাইদ পলান, উন্নয়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু ও কার্যনির্বাহী সদস্য মোঃ আরিফ হোসেন, আহসানুল হক বাপ্পি, আলমগীর হোসেন সরকার, মাহাদী হাসান, মোকলেছুর রহমান, আব্দুল মান্নান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফ। তিনি নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে আলোকপাত করেন।

তিনি স্বাগত বক্তব্যে আরো বলেন, আজ আমাদের সেই পথচলার একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে, আজ আমাদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই কমিটি প্রত্যেকের উদ্যম, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নতুন উচ্চতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের উপর অর্পিত এই গুরুদায়িত্ব আপনারা সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালন করবেন – এই প্রত্যাশা রাখি। মনে রাখবেন, আমাদের সংগঠনের মূল শক্তি হলো আমাদের ঐক্য এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

এরপর পর্যায়ক্রমে শুরু হয় উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য। যেখানে সংগঠনকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও সাহায্য সহযোগিতা করে পাশে থাকার অঙ্গিকার করেন বক্তারা।

উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইলিম মোঃ নাজমুল হোসেন, লায়ন মুহাম্মদ আলমগীর কবির, মোঃ মজিবুর দেওয়ান, আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার, এড. জিল্লুর রহমান, মোঃ আমজাদ হোসেন বুলবুল, প্রফেসর আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং আশুলিয়ার উন্নয়নে এই সংগঠনের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “তরুণ এবং গ্রাজুয়েটদের সম্মিলিত প্রচেষ্টা আশুলিয়ার অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।”

তিনি আরো বলেন, আশুলিয়া এলাকায় এমন একটি সংগঠন আরও বহু আগেই প্রয়োজন ছিল। এই সংগঠনটি বহুদূর এগিয়ে যাবে বলে আমার আশাবাদ। সংগঠনটির উন্নয়নে আমি নিজেও অবদান রাখতে চাই। এজন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আমার বাসায় আসার দাওয়াত রইল।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা একসাথে ইফতার করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬শে জুলাই মাত্র ২৭ জন সদস্য নিয়ে আশুলিয়ার শিল্পাঞ্চলে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে “আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন। যা এখন ১৫০০ এর বেশি সদস্য নিয়ে এই সামাজিক সংগঠনটি পরিচালিত হচ্ছে। আশুলিয়া অঞ্চলের গ্রাজুয়েটদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি এলাকার শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category