সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা: জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের কণ্ঠে ক্ষোভ  ন্যায়সঙ্গত দাবিতে লাঠিচার্জের প্রতিবাদে জয়পাড়া কলেজের শিক্ষকদের ক্লাস বর্জন পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে জামায়াতের নতুন কর্মসূচি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এলেন মাহমুদুর রহমান ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৮৫ জন আগামী জাতীয় নির্বাচন হবে ‘মহোৎসব’: প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই: অর্থ উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ মানিকগঞ্জের কেন্দ্রীয় যুবদল নেতা আলী আশরাফের বিরুদ্ধে !

ইজতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন, বিকল্প নির্দেশনা

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন

শুরায়ে নেজামের অধীনে বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। এ জন্য ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইজতেমা এলাকার কোন কোন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে সে সম্পর্কে কমিশনার বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে নিষেধ করা হয়েছে। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলো গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

নাজমুল করিম খান আরও বলেন, ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। কোন অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছি। আশা করছি, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।

মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ ।

এবার শুরায়ে নেজামের অধীনে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে । প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।  দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category