কক্সবাজার প্রতিনিধি:আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।আটককৃতরা হলো, মোঃ আব্দুল করিম (২৭), পিতা: সিরাজুল হক, গ্রাম: পুরাতন কল্যাণ পাড়া, উপজেলা: টেকনাফ, জেলা: কক্সবাজার,মোঃ হারেস (১৬), পিতা: হাসেম আহমদ, গ্রাম: পল্লক পাড়া, উপজেলা: টেকনাফ, জেলা: কক্সবাজার।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে একই ধরনের অভিনব কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল এবং অবশেষে এ অভিযানের মাধ্যমে তাদের ধরা সম্ভব হয়েছে।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, দেশের মাদকচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু পাচারকারী নয়, মাদক গডফাদারদেরও আইনের আওতায় আনার জন্য নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।