গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের হিজলাটি এলাকা থেকে রবিবার রাতে এক নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
নিহত হলেন, রাজশাহীর বাগা উপজেলায় মনিগ্রাম এলাকার আলী হোসেনের মেয়ে সাবিনা (৩০)
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় এসে বসবাস শুরু করেন এবং একটি কারখানায় চাকুরি করতেন।রবিবার দুপুর থেকে ওই নারীর ফোন বন্ধ পেয়ে তার খালাতো ভাই রবিবার রাতে তার বাসায় যায়। বাসায় গিয়ে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে পাশের জানালা দিয়ে ঘরের ভেতর দেখে তার বোন ঘরের আড়ের সাথে ঝুলে আছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় কালিয়াকৈর থানায় খবর দিলে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই)অনুপ কুমার জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।