বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি— হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত কালিয়াকৈরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কালিয়াকৈরে এক নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার  বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার ৮ জনকে অভিযুক্ত করে চানখারপুলে গণহত্যা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, সরকারকে সময় দেয়ার পক্ষে এনসিপি বাংলাদেশ-পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠকে কী পেলো ঢাকা? কালিয়াাকৈরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালিয়াকৈরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মোঃসেলিম হোসেন / ৫ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

 

গাজীপুরের কালিয়াকৈরে হত্যা মামলায় আওয়ামী লীগের কালিয়াকৈর পৌরসভার সফিপুর পূর্ব পাড়া ৯ নম্বর ওয়ার্ড মহল্লার যুগ্ম সাধারণ সম্পাদক আলম খানকে গ্রেফতার করেছে মৌচাক ফাড়ি পুলিশ। সোমবার সকালে পৌরসভার সফিপুর পূর্ব পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলম খান(৬৮) পৌরসভার  সফিপুর পূর্বপাড়া এলাকার মৃত-আরশেদ খানের ছেলে। তিনি সফিপুর পূর্ব পাড়া ৯ নম্বর ওয়ার্ড মহল্লার আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। এ আনন্দে সফিপুর বাজার থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে চন্দ্রার দিকে রওনা দেয়। পথিমধ্যে আনসার একাডেমি বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে গেলে আনসার বাহিনীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আনসার সদস্যদের ছোড়া গুলিতে অনেকেই নিহত আর আহত হোন। ওই ঘটনায় নিহতের এক পরিবারের সদস্য মতিউর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা সফিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলম খানকে সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করে। আসামি আলম খানকে সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, হত্যা মামলায় আলম খানকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category