গাজীপুরের কালিয়াকৈরে হত্যা মামলায় আওয়ামী লীগের কালিয়াকৈর পৌরসভার সফিপুর পূর্ব পাড়া ৯ নম্বর ওয়ার্ড মহল্লার যুগ্ম সাধারণ সম্পাদক আলম খানকে গ্রেফতার করেছে মৌচাক ফাড়ি পুলিশ। সোমবার সকালে পৌরসভার সফিপুর পূর্ব পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলম খান(৬৮) পৌরসভার সফিপুর পূর্বপাড়া এলাকার মৃত-আরশেদ খানের ছেলে। তিনি সফিপুর পূর্ব পাড়া ৯ নম্বর ওয়ার্ড মহল্লার আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। এ আনন্দে সফিপুর বাজার থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে চন্দ্রার দিকে রওনা দেয়। পথিমধ্যে আনসার একাডেমি বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে গেলে আনসার বাহিনীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আনসার সদস্যদের ছোড়া গুলিতে অনেকেই নিহত আর আহত হোন। ওই ঘটনায় নিহতের এক পরিবারের সদস্য মতিউর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা সফিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলম খানকে সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করে। আসামি আলম খানকে সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, হত্যা মামলায় আলম খানকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।