বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

কালিয়াকৈরে ছাত্রশিবিরের ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ইসলামী ছাত্রশিবির ও তৌহিদী জনতা এক গনমিছিলের আয়োজন করে। শুত্রুবার সফিপুর কেন্দ্রিয় জামে মসজিদে জুম্মার নামাজের পর শত শত জনতা গনআন্দোলন গড়ে তুলে। এ সময় মিছিলে মিছিলে একাকার হয়ে যায়। ব্যানার পোষ্টার নিয়ে লোকজন রাস্তায় নেমে পড়ে। তারা ইসরালী পন্য বর্জনের ঘোষনা দেন। ফিলিস্তিনীদের উপর ইসরালীর বর্বর হামলার তিব্র নিন্দা জানান। দখলদার সন্ত্রাসী ইসরালী বাহিনী কর্র্তৃক ফিলিস্তিনি বোমা হামলা গনহত্যা বিরুদ্ধে গনআন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিক্ষোভ শেষে ছাত্রশিবির গাজীপুর জেলা প্রচার সম্পাদক ওসামা বিন হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মুজাহিদুল ইসলাম, গাজীপুর জেলার সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সভাপতি  ইয়াছিন আরাফাত।

বক্তব্যে তিনি বলেন ইসরাইল একটি সন্ত্রাসী বাহিনী, ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরাইল বসতি গড়েছিল, মূলত এ ভূমির মালিক ফিলিস্তিনিরা। বাংলাদেশের সরকারকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান করে এবং পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল কথাটি পুনরায় যুক্ত করতে আহবান জানান। বিশ্বনেতাদের অবিলম্বে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানান তিনি। এছাড়াও জেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category