গাজীপুরের কালিয়াকের উপজেলায় সোমবার দলিল না করে চলে গেলেন সাব-রেজিস্টার
জানা যায়,কালিয়াকৈর উপজেলায় পারমেন্ট কোন সাব রেজিস্টার না থাকায় অন্য উপজেলা থেকে সাব রেজিস্টার এনে দলিল করা হয়। সপ্তাহে রবিবার সোমবার এই দুইদিন কাপাসিয়া উপজেলা থেকে এসে কালিয়াকৈর উপজেলায় দলিল করেন সাব রেজিস্টার ওসমান গনি মন্ডল। কিন্তু সোমবার কয়েকটি দলিল করে বাকি দলিল না করে হঠাৎ করে দুপুরে চলে যান এই সাব রেজিস্টার। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক শতাধিক দলিল করতে আশা ভুক্তভোগী।
দলিল করতে আসা ভুক্তভোগীরা জানান, জমি বিক্রি করে কেউ হজে যাবে আবার কেউ বিদেশ যাবে কেউবা চিকিৎসা করাবে।
কালিয়াকৈর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, কি কারনে সাব রেজিস্টার চলে গেছে আমার জানা নেই। কালকেও কিছু দলিল করার পর অনেকগুলো দলিল বাকি রেখে সাব রেজিস্টার চলে গিয়েছিলেন।
কালিয়াকৈর উপজেলার ভারপ্রাপ্ত সাব রেজিস্টার ওসমান গনি মন্ডলের ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।