গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালিয়াকৈর উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক মিনার উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আলহাজ উদ্দিন যুবরাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য কিরণ মাহমুদ, রমজান আলী খান, সমশের তালুকদার,হাবিবুর রহমান টুটুল, জামান মন্ডল, ওমর আলী, শহিদুল ইসলাম, ইউনুস প্রমুখ। পরে মিলাদ মাহফিল শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।