দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ি থানা বিএনপি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির হাজারো নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বিসিক শিল্প নগরীর ১ নম্বর গেট থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
সমাবেশে কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছি। আওয়ামী দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। কোনাবাড়ি এলাকায় কেউ চাঁদাবাজি করতে পারবে না। কেউ যদি চাঁদাবাজি করে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব।”
বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণেই দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে। তারা দ্রুত অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।