শারীরিক নানা অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। এবার খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাব্য তারিখ জানালেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
বুধবার (১৯ মার্চ) ইফতারের পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানান, খালেদা জিয়া তাদের অনুরোধে ঈদের পরে দেশে ফিরছেন। তিনি আগামী এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন।
খালেদা জিয়া দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন জানিয়ে এম এ মালেক বলেন, ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-এক দিন এদিক-সেদিক হতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন—এমন প্রশ্নের জবাবে এম এ মালেক বলেন, আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। খালেদা জিয়া যাওয়ার কিছু দিন পরে হয় তো তিনি দেশে ফিরবেন। এক সাথে দুজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি।