গাজীপুরের কালিয়াকৈরে উদ্যোগো রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি । সোমবার বেলা ১১ টার দিকে কালিয়াকৈর বিএনপির দলীয় কার্যালয় থেকে ওই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে।পরে কালিয়াকৈর বাজার, লতিপুর বাজার, খাড়া জোড়া, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়। কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদের নেতৃত্বে এ লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপি যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন আকুল, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার জুলফিকার জনি, পৌর বিএনপি ৯নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক রিয়াস উদ্দিন, বিএনপি নেতা আব্দুল বারেক, ছাত্রদল নেতা মনির হোসেন বাবু, শাহিন আলম সরকার প্রমুখ।