মোহাম্মদ আদনান মামুন, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম।
বুধবার (১০ ডিসেম্বর) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার পুষ্পদাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর-৩ আসনের মানুষ বহু বছর ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। আমরা পরিবর্তনের রাজনীতি গড়তে চাই, যেখানে জবাবদিহি থাকবে, জনগণ নিজের অধিকার পাবে, উন্নয়ন হবে সমভাবে। শ্রীপুরকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও শিল্পবান্ধব এলাকায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনীতিতে শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান এবং নৈতিক সমাজ গঠনের জন্য আমরা কাজ করতে চাই।বিশেষ করে নারী শ্রমিকদের জন্য কর্মসংস্থানে তাদের ন্যায্য অধিকার আদাই সহ নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করলে সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়।সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে আমরাতাদের পাশে থাকবো।
সভায় আরও উপস্থিত ছিলেন,গাজীপুর জেলার সিনিয়র নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হাকিম,গাজীপুর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা মোঃ নূরুল ইসলাম,গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির অধ্যাপক আব্দুল বারী,মাহতাব উদ্দিন আহমদ, রাজনৈতিক বিশ্লেষক, আমেরিকান সংগঠন ‘মুনার’ শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা. জসীম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ,শ্রীপুর পৌরসভা সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন,ভাওয়ালগড় ইউনিয়নের আমির ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জাহাঙ্গীর আলম বলেন,
আমি জনগণের সেবা করতে চাই। মানুষের আস্থা, ভালোবাসা ও ভোটের মাধ্যমে যদি সুযোগ পাই, তাহলে এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ নেব।