প্রাইমারী শিক্ষার মান যাতে বাড়ে আমরা সেই চেষ্টা করছি। এবং যেসব জায়গাতে প্রাইমারী স্কুল ভাল চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারী স্কুলে ভর্তি করানোর জন্যই ভিড় করে। আমরা দেখবো যেসব কিন্ডারগার্টেন গুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে। কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দেই। ফলে তারা যেন এগুলো ফলো করে সেটা দেখব। পড়াশুনা যাতে ঠিকমতো হয় সরকারি স্কুলগুলোতে পড়াশোনা দেখার দায়িত্ব আমাদের তদরূপ বেসরকারি স্কুলে পড়াশুনার দেখার দায়িত্বও আমাদের।
সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ডিম স্কয়ার রিসোর্টের সভাকক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিন ব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড: বিধান রঞ্জন রায় পোদ্দার।
এই কনফারেন্সে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড.মো: আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড: বিধান রঞ্জন রায় পোদ্দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এবং অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক আতাউল গনি, বাংলাদেশ রুম টু রিড কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার।
এসময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সবজি আহমেদ, শিক্ষাবিদ, পঠন দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাই অংশ নেন।
কনফারেন্সে সম্মিলিতভাবে শিশুদের পঠন দক্ষতা ও পাঠাভ্যাস গড়ে তোলার জন্য কার্যকরী পদ্ধতি ও উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।