মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধ-
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পিতার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
নিহত আলহাজ্ব লিয়াকত আলী বেপারী শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পিতা। তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকাস্থ্য উত্তরার আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহসপতিবার রাত সাড়ে এগারোটায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর। আলহাজ্ব লিয়াকত আলী বেপারীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ দপ্তর সম্পাদক এ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন,আলহাজ্ব লিয়াকত আলী বেপারীর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
শুক্রবার বাদ আসর বেপারী বাড়ি বাইতুনূর জামে মসজিদের পাশে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষযক সম্পাদক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।