হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের পিতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৩ সেপ্টেম্বর)।
মানবিক মূল্যবোধ ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ এই মহৎ মানুষ সারাজীবন শিক্ষা, দরিদ্রদের কল্যাণ ও সমাজ উন্নয়নে কাজ করে গেছেন। স্থানীয় জনগণের জন্য তার অগণিত অবদান ও সহানুভূতি আজও মানুষের হৃদয়ে জীবন্ত।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোরআন খানি, বিশেষ দোয়া মাহফিল, অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ এবং স্মরণসভা। পরিবার ও শুভানুধ্যায়ীরা সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন আলহাজ্ব সাইদুর রহমান। জীবদ্দশায় তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, সামাজিক কল্যাণ কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
তার মৃত্যুবার্ষিকী শুধু শোকের দিন নয়—এটি সমাজসেবার মহিমা, মানবতার চর্চা ও সৎকর্মে প্রেরণার এক উজ্জ্বল উপলক্ষ হয়ে থাকবে।