মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রীপুরে ডাচ্ বাংলা এটিএম বুথে অগ্নিকান্ড এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার মানিকগঞ্জে হিন্দু সম্পত্তি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার শ্রীপুরে ৩০০ শতাধিক হতদরিদ্র ছিন্নমূল মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলো সমাজ কল্যাণ সংঘ নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ-চীন সম্পর্ক: প্রধান উপদেষ্টা শ্রীপুরে কলেজ শিক্ষার্থী ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু শ্রীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী অসহায় পরিবার পেলো তারেক রহমানের ঈদ উপহার শ্রীপুরে পৌর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ইফতার ও দোয়া মাহফিল এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম

মানিকগঞ্জে হিন্দু সম্পত্তি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১:১৭ অপরাহ্ন

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:–সাটুরিয়া উপজেলার চর তিল্লি গ্রামের একটি হিন্দু পরিবারের জায়গা জোরপূর্বক দখল করেছে প্রতিবেশী। শুক্রবার (২৭ মার্চ) সকালে প্রতিবেশী মকবুল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এই তান্ডব চালায়।

ভুক্তভোগ মিনু রাজবংশী জানান, ১৯৭৫ সালে সুশীল শীলের নিকট থেকে তিল্লি পোস্ট অফিস সংলগ্ন ৩২ শতাংশ জমি আমার স্বামী বিজয় রাজবংশী ক্রয় করে। পরবর্তীতে তিনি ওই সম্পত্তি আমার নামে লিখে দেয়। কিন্তু প্রতিবেশী মকবুল দীর্ঘদিন যাবত আমার সম্পত্তি দখলে চেষ্টা করছে। সুচতুর মকবুল একটু একটু করে মাঠে ফেলে আমার জায়গা দখলের পাঁয়তারা করছে।

এ বিষয়ে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সমঝোতা বৈঠক করে আমাদের সীমানা চিহ্নিত করে দেয়। কিন্তু গত শুক্রবার (২৭ মার্চ) মকবুল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমার জায়গা দখল করে ঘর উঠায়। আমি বাধা দিলে সন্ত্রাসীরা আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে আমি পুলিশের জরুরী পরিষেবা ৯৯৯ এ কল করি। পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন। তথাপি মকবুল ও তার পরিবারের লোকজন আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি প্রদান অব্যাহত রেখেছে।

অভিযুক্ত মকবুল ওরফে ইকবাল বলেন, আমি এই জমির মালিক। আমার কাছে পাকিস্তান আমলের কাগজপত্র রয়েছে, যা তুলতে গেলে অনেক টাকার প্রয়োজন।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category