রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ মানিকগঞ্জের কেন্দ্রীয় যুবদল নেতা আলী আশরাফের বিরুদ্ধে ! মহেশখালীর আওয়ামীলীগ নেতা শান্তিলাল নন্দী ধরাছোঁয়ার বাইরে : মানুষের মাঝে ক্ষোভ কক্সবাজারে সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত গাজীপুরে এক রাতে ৩ গ্রাম থেকে ১০টি গরু চুরি রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স অন্ধকার থেকে আলোর পথে: ‘উত্তরণ’-এর ৩৪ তম প্রদর্শনী আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিঃ-এ নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা উদ্বোধন শ্রীপুরে ওএমএস ডিলারের উপর হামলা চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ মানিকগঞ্জের কেন্দ্রীয় যুবদল নেতা আলী আশরাফের বিরুদ্ধে !

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:০৪ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জে জনগণের সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে মানিকগঞ্জ শহরের দাশড়া রমজান আলী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় শিশু, কিশোরসহ এলাকার বিভিন্ন বয়সী ভুক্তভোগী বাসিন্দারা।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, কেন্দ্রীয় যুবদল নেতা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আশরাফ গত ৫ আগস্টের পট পরিবর্তনের পরে দলীয় প্রভাব খাটিয়ে জনগণের রাস্তা বন্ধ করে দেওয়াল ও গেট নির্মাণ করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও পৌরসভায় লিখিত অভিযোগ দিলেও মেলেনি কাঙ্খিত কোন সমাধান।

আলী আশরাফের পিতা মৃত রহমত আলী ওই সড়কটি রাস্তার জন্য দলিল করে দিয়েছিলেন বলে জানান এলাকাবাসী৷ বক্তারা আরো জানান, ঢাকা বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করছে আলী আশরাফ। সরকারি রাস্তা দেখিয়ে এর আগে মাটি ভরাটও করা হয়েছে পৌরসভা থেকে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমেদ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইন্তাজ উদ্দিন, কাজী ছায়েদুল আলম, মহিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহবুব আলম উজ্জল, অ্যাডভোকেট মফিজুল ইসলাম বুলবুলসহ প্রমূখ।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদল নেতা আলী আশরাফ বলেন, আমার পিতা রহমত আলী এই রাস্তাটি দলিল করে লিখে দিয়েছে আমাদের ভাই বোনদের জন্য। এলাকাবাসীর জন্য নয়। তারা অযৌক্তিকভাবে আওয়ামী লীগের লোকজনদের নিয়ে এর আগে জোরপূর্বক এখানে মাটি ভরাট করে রাস্তা বের করার চেষ্টা করছে। যথাযথ কর্তৃপক্ষ এলাকাবাসীর ভোগান্তি রোধে এববিষয়টি সমাধানে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেবে বলে মনে করছেন মানিকগঞ্জ জেলার সচেতন মহল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category