ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার (১৫ সেপ্টেম্বর) এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এ মামলায় তালিকাভুক্ত ৮১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। কয়েকজন ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করবেন, এরপর সিজার লিস্টের সাক্ষী ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিলেই সাক্ষ্যগ্রহণ শেষ হবে।
তিনি বলেন, এই অপরাধগুলো ছিল ব্যাপক ও পরিকল্পিত; ২০০৯ সাল থেকে শুরু হয়ে তা ২০২৪ সালের জুলাই-আগস্টে গিয়ে চূড়ান্ত রূপ নেয়। মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দেবেন।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। মামুন ইতোমধ্যে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। বর্তমানে পলাতক অবস্থায় থাকা হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দায়িত্ব পালন করছেন।