গাজীপুরের শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যার পর পৌর শহরে ছাত্রদলের নেতা নাছিম মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে ফেরার পথে যুবদলের নেতা সোহেল ফকির ও নয়ন মিয়ার নেতৃত্বে মিছিলে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন ছাত্রদল নেতা নাছিম মন্ডল সহ কমপক্ষে ১০ জন।
সোমবার ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শ্রীপুর পৌর শহরের আনসার রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ছাত্রদল নেতা নাছিম মোড়ল কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, সন্ধ্যার পরপরই সাবেক ছাত্রদল নেতা নাছিম মোড়লের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের আনসার রোড মোড় অতিক্রম করার সময় যুবদল নেতা সোহেল ফকির ও নয়নের নেতৃত্বে মিছিলে হামলা করে মারধর শুরু করে। এসময় ধারালো দায়ের কোপে ছাত্রদল নেতা নাছিম মোড়ল গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা বেশ কয়েকজনকে ধরে এক বিএনপির নেতারা অফিসে নিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম বলেন, শুনছি দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ছে। তবে কি নিয়ে মারামারি হয়ছে এবিষয়ে কোন কিছু জানতে পারি নাই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।