গাজীপুরের শ্রীপুরে কলেজ শিক্ষার্থী ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম সজীব আহমেদ। তিনি নোয়াগাও গ্রামের তমিজ উদ্দিন কসাইয়ের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা সৈকতকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।সৈকত একই গ্রামের শহিদ কসাইয়ের ছেলে।
শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই রেজাউল করিম জানান, নিহত সজীব মাদকাসক্ত ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নেশার টাকার জন্য তমিজকে তাঁর ছেলে সজিব চাপ দিচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তমিজের এক নাতি সৈকত চাচাকে পিটিয়ে হত্যা করেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।