মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর উপজেলা প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে কারখানা বিক্রির গুঞ্জন ও বেতন-ভাতার দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টুপাজ ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা।
আজ ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের কাওরান বাজার এলাকার উসমান গ্রুপের মালিকানাধীন টুপাজ ড্রসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
কারখানার সুয়িং সেকশনের নারী শ্রমিক নাজমা আক্তার বলেন, ছয় বছর যাবৎ এই কারখানায় কাজ করছি। হঠাৎ করেই কারখানা বিক্রির খবর শুনতে পায়। যে কারখানা সঙ্গে আমাদের সবকিছু সে কারখানা হঠাৎ করে কতৃপক্ষ বিক্রি করে দিলো। আমাদের না জানিয়ে কারখানার মেশিনারি বের করে নিয়ে যাচ্ছে।
টুপাজ ড্রেসেস লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. রাসেল আহমেদ বলেন, কারখানা বিক্রির বিষয়ে আমি বলতে পারবো না। হঠাৎ করেই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে। চলতি মাসের বেতন ছাড়া কোন বেতন বকেয়া নেই।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক স্বপন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।