বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামীলীগের লোক দিয়ে কমিটি গঠন : কক্সবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৬ নেতার পদত্যাগ বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধাসহ ৫২বিশিষ্ট ব্যক্তি নারীদের নিরাপদ কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিতের অঙ্গীকার ড. জাহাঙ্গীর আলমের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক দিনের অভিযান শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বস্ত্র বিতরণ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে গভীর বনের ভেতর পড়ে থাকা হারাধন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নদীর মোহনায় উঁচু প্রাচীর, যেখানে থৈথৈ পানি সেখানে হচ্ছে উঁচু প্রাচীর মারাত্মক দখলের কবলে সুতিয়া শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক

শ্রীপুরে গ্রেফতার করা আসামী ছিন্তাইয়ের অভিযোগ

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১:২২ অপরাহ্ন

 

গাজীপুরের শ্রীপুরে গ্রেফতার করা আসামী ছিন্তাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেতজুরী গ্রামে। একটি সিআর মামলার পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ। গাড়িতে তুলার সময় আসামীর স্বজনরা পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলা কারীরা গ্রেফতার আসামী মনিকাকে (৩০) ছিনিয়ে নেয়। হামলায় শ্রীপুর থানার নারী কনস্টেবল রুবিয়া খাতুন, গাজীপুর সদরের বাঘের বাজার গ্রামের মনিরা বেগম (৩৫), উপজেলার বেতজুরী গ্রামের হোসনেআরা বেগম (৬০), মীম (২০), অজ্ঞাত সিএনজি চালক (৪০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুত্বর আহত হোসনেআরাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।
মামলা বাদী মনিরা বেগম জানান, বেতজুরী গ্রামের মনিকা ও তার স্বামী দেলোয়ারের বিরুদ্ধে আদালতে সিআর মামলা করি। ওই মামলার প্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মনিকা। শনিবার দুপুরে আসামী মনিকা বাড়িতে আছে। এমন সংবাদ পেয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান ও সাথে দু’জন কনস্টেবল নিয়ে আসামীর বাড়িতে অভিযান চালন। মনিকাকে গ্রেফতার করে সিএনজিতে তুলছিলো পুলিশ। এসময় মনিকার স্বামী দেলোয়ার, ভাই সাইদ, আনোয়ার সহ অন্তত্য থেকে ১০জন সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালায়। হামলা কারীর এলোপাথারী পিটিয়ে আমাকে সহ পাঁচ জনকে আহত করে। ভাংচুর করে পুলিশের সিএনজি। ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা অসামী মনিকাকে ছিনিয়ে নিয়ে যায়।
শ্রীপুর থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মনিকাকে গ্রেফতার করতে ওই বাড়িতে অভিযান চালাই। আসামী মনিকাকে গ্রেফতার করে সিএনজিতে তুলার সময় আসামীর স্বামী দেলোয়ার ও ভাই সাইদ ধরধর ডাকাত বলে ডাকদেয়। এ সময় সকল হামলাকারীরা আমাদের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়। কস্টেবল রুবিয়াকে ধাক্কামেরে আসামীকে মনিকাকে ছিনিয়ে নেয়। আমরা কোন ভাবে প্রানে বেচে ফিরি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাছরিন জাহান জানান, দুপুর দুইটার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। গুরুত্বর আহত হোসনে আরাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, হামলা করে আসামী ছিন্তাইয়ের খরব পেয়েছি। এবিষয়ে প্রয়োজনীয় আইন গতব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category