মোহাম্মদ আদনান মামুন, (শ্রীপুর):-গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরে ডাচ্ বাংলা এটিএম বুথে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সোমবার ৩১ মার্চ সন্ধ্যা সোয়া সাতটার দিকে শ্রীপুর বাজার ডিবি রোডে ফারুখ আহমেদ কমপ্লেক্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচু।
এটিএম বুথের দায়িত্বে থাকা সিকিউরিটি শাধন চন্দ্র দাস জানান, সন্ধ্যা সোয়া সাতটায় বুথের ভিতরে ধোয়া দেখতে পেয়ে সাথে সাথে ফায়ারসার্ভিস ও শ্রীপুর থানায় ফোন করি এবং মাওনা ডাচ বাংলা ব্যাংকের উর্ধতন কর্মকর্তাকে বিষয় অবগত করি। পরে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার এটিএম মাহমুদুল হাসান বিষয় টি নিশ্চিত করে জানান সন্ধ্যা সোয়া সাতটার দিকে শ্রীপুর উপজেলা সদরে ডাচ বাংলা এটিএম বুথে আগুন লাগার সংবাদ পাই। পরে ঘটনাস্থলে এসে কেচিগেইটের তালা কেটে বিতরে প্রবেশ করে আধা ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এসি’র সট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক ভাই ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।