গাজীপুরের শ্রীপুরে নবাগত সাব রেজিষ্ট্রার মোঃ সোহেল রানাকে বরণ সংবর্ধনা প্রদান করেন।
রবিবার ০৯ ফেব্রুয়ারী শ্রীপুর সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী মোসাঃ ফরিদা ইয়াসমিন, নকল নবিস নাসিম মন্ডল সহ অফিসে সকল কর্মকর্তা ও কর্মচারীগন ফুল ও ফুলের মালাদিয়ে নাবাগত সাব রেজিষ্ট্রার মোঃ সোহেল রানাকে বরণ করেন।
পরে শ্রীপুর উপজেলা দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির কার্যালয়ে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সকল দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সদস্যরা ফুল ও ফুলের মালাদিয়ে নাবাগত সাব রেজিষ্ট্রার মোঃ সোহেল রানাকে বরণ করেন।