মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (৩০)নমে এক অটোরিকশা চালকে মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ২১ ফেব্রুয়ারী ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাষ্টার বাড়ি হাজী সিএনজি স্টেশন সংলগ্ন অটোরিশকা ও বাসের সংঘর্ষে অটোচালকের মৃত্যু হয়।
নিহত অটোচালক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।সে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় বকুলি বাসায় পরিবারসহ ভাড়া থেকে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করত।
মাওনা হাইওয়ে থানার উপ পরিদর্শক এস আই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটো চালক ছিটকে পড়ে যায়। পরে পিছন থেকে আরেকটি হায়েস গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।