মোহাম্মদ আদনান মামুন, গাজীপুর-
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক দিনের অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে দুদকের গাজীপুর জেলা কার্যালয়ের একটি চার সদস্যের বিশেষ দল। অভিযানটির নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. এনামুল হক।
অভিযান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সহকারী পরিচালক এনামুল হক। তিনি জানান, সকাল থেকে ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পর্যবেক্ষণ করি। এ সময় বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে মেশিন অকেজো, ঔষধ বাহির থেকে আনা, রেজিস্টারে অনিয়ম, রোগীদের খাবার সরবরাহে অনিয়ম পরিলক্ষিত হয়। রোগীদের খাবারের মান খুবই নিম্নমানের এবং পরিমাণেও কম। রান্নাঘর এবং হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। স্টোরে মজুত থাকা মালামালের হিসাবের সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। কর্মকর্তারা নিয়মিত দেরিতে অফিসে আসেন, এতে রোগীরা সঠিক সময়ে চিকিৎসা সেবা পাচ্ছেন না।
দুদক কর্মকর্তা আরও জানান, এই অনিয়মের বিষয়গুলো লিখিতভাবে কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের অর্থ ও সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে দুদকের এই অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম বলেন, আমি প্রত্যেককে দায়িত্ব ভাগ করে দিয়েছিলাম। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।