শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।
ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
শনিবার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে নৌপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। এসময় যাত্রী ও যানবাহন বোঝাই ৬টি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে।