ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ২৫ জানুয়ারি পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘কনসার্ট ফর ইয়ুথ’ অনুষ্ঠানে এ কথা বলেন।
সারজিস আলম তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের রাজনীতির অংশ হিসেবে কাজ করতে বাধ্য হওয়া সত্ত্বেও, সুযোগ পেলে তিনি এবং তার সহযোদ্ধারা সেই শৃঙ্খল ভেঙে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তিনি উদাহরণস্বরূপ, তার সহযোদ্ধা জিমের কথা উল্লেখ করেন, যিনি ছাত্রলীগের পোস্টেড নেতা থাকা সত্ত্বেও ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন এবং এর পরই অনেকেই পদত্যাগ করেন। এই আন্দোলনে তারা দলীয় রাজনীতি থেকে মুক্ত হয়ে একত্রিত হয়ে লড়াই করেছেন।
তিনি তরুণ প্রজন্মের প্রতি আশা প্রকাশ করেন, বলেন যে, অতীতে তাদের ভুল থাকতে পারে, তবে এখন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। সারজিস পঞ্চগড় নিয়ে তার স্বপ্নের কথা বলেন এবং বলেন যে, যদি তরুণরা ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে পঞ্চগড় বাংলাদেশের অন্যতম উন্নত জেলা হয়ে উঠবে।
সারজিস আলম গুজব এবং আওয়ামী লীগ সম্পর্কে বলেন, ‘গুজব লীগ’ দেশের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশেষ করে যখন তারা দেশ থেকে টাকা পাচার করে এবং পরবর্তীতে জনগণের সামনে দাঁড়াতে পারে না। তিনি বাংলাদেশের জনগণকে এসব বিভ্রান্তিকর গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানান।