কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :-গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রবিবার সকালে সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার আফসার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩), গাইবান্ধা সদর উপজেলার শামসুল আলমের ছেলে শামীম হোসেন (২৫) এবং একজন অজ্ঞাতপরিচয় নারী।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।