মোহাম্মদ আদনান মামুন শ্রীপুর উপজেলা প্রতিনিধি:-গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে ফ্যামিলি ডে উদযাপন করা হয়েছে। সোমবার মাওনার সী-গাল রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর পৌর জামায়াতের আমির নুরুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী এবং মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীম প্রমুখ।
ফ্যামিলি ডে উপলক্ষে বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট আয়োজন করা হয়। এর মধ্যে ছিল খেলাধুলা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা।