চট্টগ্রাম উওর জেলার আওতাধীন সমূহে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপটে সকাল ১১টায় নাসিমন ভবন নিজ কার্যালয়ে বি এন পি উওর জেলা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার সংবাদ সম্মেলন করেন। এসময় বি এন পি সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার বলেন
মাটি কাটা খালের বৈধ অবৈধ বালুমহাল দখল।দখলের দ্বন্দ্ব বিক্রির দ্বন্দ্ব।
চাঁদাবাজি সরকারের।গভর্নমেন্ট বিভিন্ন।প্রকৌশল অধিদপ্তর।এল জি বি।শিক্ষা অধিদপ্তর বিভিন্ন টিকাদার থেকে কমিশন বাণিজ্য করার প্রতিযোগিতা সাধারণ ব্যবসায়ীদের কে লিস্ট করে তালিকা করে।
তাদের থেকে চাঁদা আদায় করা।
যা যদি দেওয়া না হয় তাদের দোকানপাটে হামলা করা।তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বিভিন্ন অপকর্মে জড়িতবসন্ত্রাসীরা এই হঠাৎ যোগ্য গুলি করে আসছে।