শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের বিএনপি ক্ষমতায় এলে পলাতক সব নেতাদের ফিরিয়ে আনা হবে’ জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন ড. ইউনূস কাটেনি ভোজ্যতেলের সংকট, সবজিতে স্বস্তি থাকলেও উত্তাপ মাছের বাজার শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা বিজ্ঞাপনের জেরে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন এমবিবিএস-বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না, অন্যথায় ব্যবস্থা

জয় পেলেও প্লে-অফ খেলতে হবে রিয়াল-বায়ার্ন-পিএসজি-সিটিকে

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন

ব্রেস্তের মাঠে রিয়াল মাদ্রিদ লড়াই করে গেল ব্যাপক। স্বাগতিকরাও অবশ্য সুযোগ পেলেই উঠেছিল আক্রমণে; কিন্তু পারেনি।

অসাধারণ জয় পেলেও রিয়াল অবশ্য শেষ ষোলোতে উঠতে পারেনি। অপরদিকে একই দশা হয়েছে বায়ার্ন মিউনিখের। স্লোভান ব্রাতিস্লাভাকে হারালেও তাদের খেলতে হবে প্লে-অফ। তলানিতে থাকলেও এই আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি ও পিএসজিও।

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রেস্তের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছে রিয়াল। নিজেদের মাঠে স্লোভান ব্রাতিস্লাভাকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। স্টুটগার্টের মাঠে ৪-১ ব্যবধানে জিতেছে পিএসজি। আর পিছিয়ে পড়েও নিজেদের মাঠে ক্লাব ব্রুগেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সিটি।

ম্যাচের শুরুটা হয় ডিমেতালে। ধীরে ধীরে আক্রমণ বাড়াতে থাকে রিয়াল। সুফলও পেয়ে যায় তারা। ২৭তম মিনিটে লুকা মদ্রিচ থেকে পাওয়া পাস টেনে নিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন রদ্রিগো। গোল পোস্টে লেগে বল জড়ায় জালে। লাফিয়েও নাগাল পাননি ব্রেস্ত গোলরক্ষক।

বিরতির পর জাল খুঁজে নেয় ব্রেস্ত। ৫১তম মিনিটে তাদের করা গোল অবশ্য ভিএআর দেখে অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। কিছুক্ষণ পর দলের ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। বক্সের ডান দিক থেকে লুকাস ভাসকেস থেকে আসা বল পায়ের টোকায় জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। ৭৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান প্রথম গোল করা রদ্রিগো। জোড়া গোলে নিশ্চিত করেন দলের জয়।

একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে বায়ার্নের এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। অষ্টম মিনিটে তাদের এগিয়ে নিয়ে যান থমাস মুলার। বিরতির পর ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ৮৪তম মিনিটে গোল করেন কিংসলে কোমান। নির্ধারিত সময়ের শেষ মিনিটে প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন মার্কো তোলিক।

আরেক ম্যাচে ঘরের মাঠে আগে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ক্লাব ব্রুগের হয়ে গোলটি করেন রাফায়েল অনেদিকা। তবে বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করে স্বাগতিকরা। ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ। ৬২তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। ৭৭তম মিনিটে সাভিনিওর গোলে জয় নিশ্চিত করে প্রিমিয়ার লিগের দলটি।

এদিকে স্টুটগার্টের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্ম থাকে পিএসজি। ষষ্ঠ মিনিটেই তাদের এগিয়ে নেন ব্রাডলি বার্কোলা। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেম্বেলে। প্রথমার্ধে আরও একটি গোল পান সাবেক এই বার্সাবয়। ৩৫তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন তিনি। বিরতির পর হ্যাটট্রিকের দেখা পান। ৫৪তম মিনিটে দারুণ এক গোলে চ্যাম্পিয়ন্স লিগ হ্যাটট্রিক পূর্ণ করেন। ৭৭তম মিনিটে উইলিয়াম পাচের আত্মঘাতী গোল কেবল ব্যবধানই কমায়।

৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বাদশ স্থানে বায়ার্ন। ১৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পিএসজি। ১১ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে থেকে গ্রুপপর্ব শেষ করেছে সিটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category