মোহাম্মদ মাসুদ শিকদার,কালিয়াকৈর প্রতিনিধি:গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে এক রাতেই সংঘটিত হয়েছে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে তিনটি গ্রামের অন্তত ১০টি গরু চুরি হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, করিচালা গ্রামের মোহাম্মদ মান্নান মেম্বারের বাড়ি থেকে ৩টি এবং বাবুলের বাড়ি থেকে ১টি গরু চুরি হয়েছে। একই রাতে নলুয়া গ্রামের সবুর উদ্দিনের বাড়ি থেকে ৪টি ও গোসাইবাড়ি গ্রামের মোঃ শুকুর মিয়ার বাড়ি থেকে ২টি গরু চুরি হয়।
পরদিন সকালে গৃহস্থরা গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে চুরির বিষয়টি টের পান। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এক রাতেই এত বড় চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। এ নিয়ে এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।