মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জে জনগণের সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে মানিকগঞ্জ শহরের দাশড়া রমজান আলী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় শিশু, কিশোরসহ এলাকার বিভিন্ন বয়সী ভুক্তভোগী বাসিন্দারা।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, কেন্দ্রীয় যুবদল নেতা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আশরাফ গত ৫ আগস্টের পট পরিবর্তনের পরে দলীয় প্রভাব খাটিয়ে জনগণের রাস্তা বন্ধ করে দেওয়াল ও গেট নির্মাণ করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও পৌরসভায় লিখিত অভিযোগ দিলেও মেলেনি কাঙ্খিত কোন সমাধান।
আলী আশরাফের পিতা মৃত রহমত আলী ওই সড়কটি রাস্তার জন্য দলিল করে দিয়েছিলেন বলে জানান এলাকাবাসী৷ বক্তারা আরো জানান, ঢাকা বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করছে আলী আশরাফ। সরকারি রাস্তা দেখিয়ে এর আগে মাটি ভরাটও করা হয়েছে পৌরসভা থেকে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমেদ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইন্তাজ উদ্দিন, কাজী ছায়েদুল আলম, মহিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহবুব আলম উজ্জল, অ্যাডভোকেট মফিজুল ইসলাম বুলবুলসহ প্রমূখ।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদল নেতা আলী আশরাফ বলেন, আমার পিতা রহমত আলী এই রাস্তাটি দলিল করে লিখে দিয়েছে আমাদের ভাই বোনদের জন্য। এলাকাবাসীর জন্য নয়। তারা অযৌক্তিকভাবে আওয়ামী লীগের লোকজনদের নিয়ে এর আগে জোরপূর্বক এখানে মাটি ভরাট করে রাস্তা বের করার চেষ্টা করছে। যথাযথ কর্তৃপক্ষ এলাকাবাসীর ভোগান্তি রোধে এববিষয়টি সমাধানে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেবে বলে মনে করছেন মানিকগঞ্জ জেলার সচেতন মহল।