অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির পর তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগেই দেশের মানুষের জন্য কিছু করতে চান তারা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “আমরা চাই, আমাদের মেয়াদ শেষ হওয়ার আগে মানুষ যেন কিছু ইতিবাচক পরিবর্তন দেখে। ভবিষ্যতের সরকারকে সময় লাগবে অভ্যস্ত হতে, তাই আমরা চেষ্টা করছি কিছু সুফল রেখে যেতে।”
কর আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “সেবা খাতে হয়রানি কমাতে হবে। মানুষ ভালো সেবা পেতে চায়, সেবার মূল্য দিতে তারা প্রস্তুত।”
টিআরএমএস সফটওয়্যারের সফল বাস্তবায়নে দেশীয় প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, “বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নিজেদের সক্ষমতা দিয়ে কাজ করাটা ইতিবাচক।”
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, আগামী বছর থেকে কর্পোরেট কর দাখিল অনলাইনে বাধ্যতামূলক করা হবে এবং কর আদায় ব্যবস্থাকে ডিজিটাল করার কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্যাক্স ল ইয়ারস অ্যাসোসিয়েশন, আইসিএমএবি ও চার্টার্ড সেক্রেটারিজ ইনস্টিটিউটের প্রতিনিধিরা।