প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি “মহোৎসব”—যদি নির্ধারিত সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকের মূল আলোচ্য ছিল জুলাই সনদের আইনি ভিত্তি ও তার বাস্তবায়ন প্রক্রিয়া।
ড. ইউনূস বলেন, “স্বৈরাচারের পথ রুদ্ধ করতে হলে সময়মতো সংস্কার দরকার। দ্বিমত নয়, সম্মিলিত সিদ্ধান্তই সফল নির্বাচন নিশ্চিত করবে। সমঝোতার যে যাত্রা শুরু হয়েছে, তা থেকে সরে আসা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তটাই পরিবর্তনের জন্য সেরা সুযোগ। এটি হারালে আর পাওয়া যাবে না। হয়তো মন খারাপ হবে, কিন্তু দীর্ঘমেয়াদে শান্তি মিলবে।”
বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, প্রস্তাবিত সংস্কারের অর্ধেকের বাস্তবায়ন কাজ চলছে এবং ডিসেম্বরের আগেই ৭৫ শতাংশ সংস্কার কার্যকর করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তবে সংবিধান সংশ্লিষ্ট সংস্কারগুলোর জন্য বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।