মোহাম্মদ আদনান মামুন, গাজীপুর-
গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর পড়ে থাকা হারাধন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা কেউ হত্যা করে ঐ ব্যক্তিকে গভীর জঙ্গলে ফেলে যায়। তবে তদন্ত শেষে বিস্তারিত বেড়িয়ে আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ফাওগান বাজারের পাশে নিশ্চিন্তপুর গভীর জঙ্গল ভেতর থেকে মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
নিহত হারাধন সরকার (৫০) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জগদীশ সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, দুপুরের দিকে স্থানীয় কয়েকজন নারী জঙ্গলে লাকড়ি সংগ্রহের জন্য আসে। লাকড়ি সংগ্রহের এক সময় গভীর জঙ্গলে ভেতর শার্ট গায়ে, লুঙ্গি পড়া এক ব্যক্তি পড়ে থাকতে দেখে রাস্তায় বের হয়ে ডাক চিৎকার দেয়। এরপর স্থানীয়রা এগিয়ে গভীর জঙ্গলে গিয়ে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের একটি চোখ উঠানো মনে হচ্ছে। পাশের মদের বোতল পড়ে রয়েছে।
বিষয় টি নিশ্চিত করেন-শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে অজ্ঞাত নামা খুনীরা তাকে হত্যা করে গভীর জঙ্গলে ফেলে গেছে। তিনি আরও জানান, এই ব্যক্তি মাঝেমধ্যে এই এলাকায় আসতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।