বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন আওয়ামীলীগের লোক দিয়ে কমিটি গঠন : কক্সবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৬ নেতার পদত্যাগ বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধাসহ ৫২বিশিষ্ট ব্যক্তি নারীদের নিরাপদ কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিতের অঙ্গীকার ড. জাহাঙ্গীর আলমের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক দিনের অভিযান শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বস্ত্র বিতরণ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে গভীর বনের ভেতর পড়ে থাকা হারাধন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৪ পূর্বাহ্ন

‎মল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)- এর ২০২৬ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মিসবাহ উদ্দিন।

‎পাশাপাশি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রচার সম্পাদক হিসেবে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুন সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন,
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ বায়েজিদ পেয়েছেন ৪৯ ভোট। তিনি একই সঙ্গে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হয়ে সংগঠনে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন।

‎২২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষে রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

‎সভাপতি পদে শাহরিয়ার নাঈম ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দিন পেয়েছেন ১৩৫ ভোট।

‎নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত ইসমাইল হোসেন সাংবাদিক সমাজে তার সক্রিয় ভূমিকা, সংগঠনিক দক্ষতা ও যোগাযোগ সক্ষমতার জন্য পরিচিত। এমআরইউর কার্যক্রম দেশব্যাপী ও সদস্যদের মধ্যে আরও গতিশীলভাবে তুলে ধরতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হওয়ায় সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়েও তার সরাসরি সম্পৃক্ততা থাকছে।

‎এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির ইসলাম (১নং) ও ইসলাম উদ্দিন তালুকদার (২নং)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম রাতুল। সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা এবং অর্থ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জান্নাতুর রহমান।

‎দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক শাহিনুল নুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।

‎কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।
‎নবনির্বাচিত নেতৃবৃন্দ এমআরইউকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category