মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর উপজেলা প্রতিনিধি- গাজীপুরের শ্রীপুরে জিওসী হাফিজিয়া কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরী প্রদান ও সংবর্ধনা উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত পৌরসভার ৩নং ওয়ার্ডে জিওসী হাফিজিয়া কওমী মাদরাসা ও এতিমখানার ময়দানে হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড.মো: জাহাঙ্গীর আলম।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী হোসেন মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রুহুল আমিন নাঈম।
মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নাঈম হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন। পরিশেষে গভীর রাতে উপস্থি অসংখ্য মুসুল্লিদের সাথে নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।