রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: সিইসি দেশের ৭৪ উপজেলাকে দুর্গম ঘোষণা করলো নির্বাচন কমিশন আবরার হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল ছিনতাই কাজে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মী রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয় ঈদ ঘিরে সক্রিয় চক্র, ২৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩ অ্যাপের মাধ্যমে আসা নারী নির্যাতনের অভিযোগ এফআইআর হিসেবে গণ্য হবে’ রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, যা বললেন নেতারা কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের বিএনপি ক্ষমতায় এলে পলাতক সব নেতাদের ফিরিয়ে আনা হবে’ জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন ড. ইউনূস

গাজীপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মো: আমির হোসেন রিয়েল / ২৬ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ন

 

দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ি থানা বিএনপি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির হাজারো নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বিসিক শিল্প নগরীর ১ নম্বর গেট থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

সমাবেশে কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছি। আওয়ামী দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। কোনাবাড়ি এলাকায় কেউ চাঁদাবাজি করতে পারবে না। কেউ যদি চাঁদাবাজি করে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব।”

বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণেই দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে। তারা দ্রুত অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category