গাজীপুরের শ্রীপুরে পিকআপভ্যানে গরু চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে গরুসহ দুই চোর আটক হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ ) দুপুরে একটি গরু সহ দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে দেয় স্থানীয় জনতা। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিক আপ ভ্যান আটক করা হয়।
শ্রীপুর চৌরাস্তার পরিবহন লাইন ম্যান ফারুক বলেন, বরমীর দিক থেকে একটি পিকআপ শ্রীপুর চৌরাস্তায় আসলে তাকে সিগনাল দেওয়া হয়। পরে সে সিগনাল অমান্য করে ফুটপাতের উপর দিয়ে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তার গতিবিধি সন্দেহ হলে দ্রুততাকে আটক করা হয়। এসময় পিক-আপে থাকা তিন জনের মধ্য একজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুজনকে থানা পুলিশ হাতে তুলে দেওয়া হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, গরুসহ দুজন চোরকে থানা হেফাজত আনা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি পিকাপ ও দুইটি ছুরি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।