পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ মার্চ বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কদম আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দি-সুপারস্টার চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলাম শ্রীপুর উপজেলা শাখার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মো: মুস্তাফিজুর রহমান খান ও আবুল কালাম আজাদ সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা করেন এবং আল্লাহতায়ালার দরবারে বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর শাখার নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম।